অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ ও নির্দলীয় সরকার গঠনের দাবি

অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ ও নির্দলীয় সরকার গঠনের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন। সংগঠনটির আহ্বায়ক মাহমুদ সেলিম ও সদস্য সচিব রুস্তম আলী খোকনের এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারবিহীন দেশে জন আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় ক্রমশই ম্লান হয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা ডাকাতি, লুটতরাজ শুরু করেছে। জনজীবনে আতঙ্ক ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোন বাহিনী না থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে অনিরাপদ বোধ করছে। বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা, ভাস্কর্য ভেঙে ফেলা বা পুড়িয়ে দেয়া হচ্ছে। সাধারণভাবে শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা লাইব্রেরি, সংগীত চর্চার স্থাপনাতে হামলার খবর পাওয়া যাচ্ছে। রাহুল আনন্দকে বাড়ি থেকে বের করে দেয়া, তার এত বছরের সংগীত যন্ত্রের বিশাল সংগ্রহশালা লুট করা, আগুন দেয়ার মতন ঘটনা ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়কে কলঙ্কিত করার অপচেষ্টা বলে বিবৃতিতে নেতৃবৃন্দ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা আরও বলেন, মূলত দেশে কোনো সরকার না থাকায় এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ঢাকাসহ সারাদেশে দুষ্কৃতকারী পেশাদার ডাকাত দল ডাকাতি করার চেষ্টা করছে। বিবৃতিতে নেতৃবৃন্দ, ঢাকাসহ সারাদেশের ট্রাফিক সিস্টেমের দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করার জন্য ছাত্রসমাজকে অভিনন্দন জানান।

যে পর্যন্ত সরকার প্রতিষ্ঠিত না হয়, সে পর্যন্ত সামাজিকভাবে প্রতিটি গ্রাম মহল্লায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জনগণকে ছাত্র জনতার বিজয় নস্যাতকারী এ সকল দুষ্কৃতিকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।

You May Also Like