গ্রাফিতি আঁকার সময় শিক্ষার্থীদের ওপর হামলা, নিন্দা ৪ সংগঠনের

কলেজের সীমানা প্রাচীরে গ্রাফিতি আঁকার সময় শিক্ষার্থীদের ওপর হামলা, লাঠিচার্জ করা হয়েছে। এ সময় প্রণয় চাকমা নামে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করা হয়। সোমবার খাগড়াছড়ি সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, হিল উইমেন্স ফেডারেশেনর সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান প্রেস বিজ্ঞপ্তিতে এর নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, রক্তাক্ত জুলাইয়ে ছাত্র-জনতার এক অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও পার্বত্য চট্টগ্রামে এখনও তার প্রেতাত্মারা রয়েছে গেছে। খাগড়াছড়ি কলেজের দেয়ালে গ্রাফিতি অঙ্কনে নিয়োজিত শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে তারা। এসব দুর্বৃত্তকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

You May Also Like

  • সমকামী নারীদের জীবন বাংলাদেশে কতটা কঠিন? দুজন নারীর অভিজ্ঞতা

  • গুরুদাসপুরে হামলা মামলার ভয়ে আত্মগোপনে জনপ্রতিনিধিরা

  • ১১ জেলায় হামলা সংঘর্ষ আগুন, নিহত ১

  • কেমন আছেন বাংলাদেশের সমকামীরা