বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজনের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন সুজনের মা করিমুন্নেছা।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে বানিয়াচং উপজেলা সদরের নিজ বাড়িতে হামলার শিকার হন সুজন ও তাঁর পরিবারের সদস্যরা।
জানা গেছে, তুচ্ছ ঘটনায় বাগ্বিতণ্ডার এক পর্যায়ে সুজনের ওপর হামলা চালায় প্রতিবেশী মুলতান মিয়া ও তার লোকজন। এ সময় সুজনকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর মা করিমুন্নেছা। এ সময় হামলাকারীরা সুজনের মাকে পিটিয়ে রক্তাক্ত করে। আহত অবস্থায় তাঁকে প্রথমে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স, পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী মুলতান নামে এক ব্যক্তির সঙ্গে সুজনের মায়ের কথা কাটাকাটি হয়। পরে খবর পেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন সেখানে যান। তখন তাঁর ওপরও মুলতানের লোকজন হামলা চালায়। এক পর্যায়ে সুজনকে রক্ষা করতে তাঁর মা এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করে তারা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
ছাত্রলীগ নেতা সুজন জানান, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। স্থানীয় চেয়ারম্যানের নাম উল্লেখ করে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।