দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে সাউথ এশিয়ান দলিত ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারে নেতারা। তারা বলেছেন, সারা দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের লাখ লাখ মানুষ আজ বিপন্ন ও ঘর ছাড়া।
শুক্রবার সংগঠনের নেতারা এক বিবৃতিতে জড়িতদের বিচার চেয়ে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ঝর্ণা বাড়ৈ, সহ-সভাপতি মুকুল শিকদার, অ্যাডভোকেট রমেন্দ্র নাথ রায়, ডা. দীলিপ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ভীমপাল্লী ডেবিট রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রা রায় চম্পা, স্বপন কুমার ব্যাপারী ও কৈলাশ রবিদাস রিপন এই বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায্য দাবি কোটা আন্দোলনের সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের সুবিধা হাসিলের জন্য মানবতাবিরোধী দুর্বৃত্তরা দেশের বিভিন্ন স্থানে অমানবিক, নারকীয় অত্যাচার চালাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে। এই ক্ষতবিক্ষত পথহারা মানুষগুলোকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা বিশ্ববাসীর কাছে ভুল ব্যাখ্যা দিচ্ছে। এসব ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায় আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে।
অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিচার দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, তথ্যবিভ্রাট হলে যথাযথ তদন্ত এবং বিচার সম্পাদনে ব্যাহত হবে। সর্বজনস্বীকৃত রাষ্ট্রে নবগঠিত কর্তৃপক্ষের কাছে সব সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।