৩ দিন ধরে অত্যাচার করে ইলমাকে হত্যা করা হয়েছে, দাবি বাবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরীর বাবা সাইফুল ইসলাম চৌধুরী অভিযোগ করে বলেছেন, ‘আমার মেয়েকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা মিলে তিন দিন ধরে অত্যাচার করে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই। এ হত্যাকাণ্ডের বিচার না হলে দেশের কোনো মানুষ নিরাপদ থাকবে না।’

আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে ইলমার বাবা এই অভিযোগ করেন। ইলমার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা এই মানববন্ধনের আয়োজন করেন। এ সময় তাঁরা ইলমার স্বামীর পরিবারের সবাইকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

ইলমার বাবা কান্নাজড়িত কণ্ঠে মেয়ে হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘আমার মেয়ের মতো আর কেউ যেন এমন পরিস্থিতির শিকার না হয়।’

ইলমার মা শিল্পী চৌধুরী বলেন, ‘ইলমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেটা ভেঙে গেল। মিষ্টি মিষ্টি মিথ্যা কথা বলে সে (ইলমার স্বামী) তাকে বিয়ে করে। ইলমার খুনের পেছনে তার (ইলমার স্বামী) পরিবারের সবাই জড়িত। আমি প্রশাসনকে অনুরোধ করছি তার পরিবারের সবাইকে গ্রেপ্তার করেন। তাহলে সব তথ্য পাবেন।’

মানববন্ধনে ইলমার বান্ধবী তিথি বলেন, ‘ইলমাকে তার শ্বশুরবাড়ির লোকজন ক্লাসে আসতে দিত না। তাকে সার্বক্ষণিক পাহারা দিয়ে রাখত। তাকে মানসিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সে একটা সময় বাসা থেকে বের হতে চেয়েছিল, কিন্তু তাকে বের হতে দেওয়া হয়নি।’

নৃত্যকলা বিভাগের শিক্ষক এ্যাগনেস প্যারিস বলেন, ‘আজকে এখানে এভাবে দাঁড়াতে হবে কখনো ভাবতেও পারিনি। মানুষ হত্যার মতো জঘন্য কিছু আর হতে পারে না। ইলমা যদি আমাদের একবার জানাত, এই জঘন্য মানুষটির সঙ্গে আমরা তাকে থাকতে দিতাম না। তাকে বাঁচানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতাম।’

You May Also Like