বিশ্বের প্রথম ঘোষিত সমকামী ফুটবলার তিনি। এ বার মাঠে হাঁটু মুড়ে বসে প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন অস্ট্রেলিয়ার ফুটবলার জশ কাভালো। অ্যাডিলেড ইউনাইটেড ফুটবল ক্লাবের মাঠে প্রেমিক লেটন মরেলকে প্রস্তাব দিয়েছেন তিনি।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সেই সব ছবি দিয়েছেন কাভালো। তিনি লেখেন, “নিজের প্রিয় মানুষের সঙ্গে বছরটা শুরু করলাম। এ ভাবে মাঠে প্রস্তাব দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য অ্যাডিলেড ইউনাইটেডকে ধন্যবাদ।” সঙ্গে আংটি ও হৃদয়ের ইমোজি দিয়েছেন কাভালো।
কাভালো আরও জানিয়েছেন যে তাঁদের প্রথম দেখা মাঠেই হয়েছিল। তাই সেখানেই বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কাভালো লেখেন, “আমি কোনও দিন ভাবিনি এ ভাবে ওকে বিয়ের প্রস্তাব দিতে পারব। মাঠেই এই সম্পর্কের শুরু। তাই ওকে প্রস্তাব দেওয়ার জন্য মাঠের থেকে ভাল জায়গা ছিল না।”