22
Aug
বাংলাদেশের একটি মফস্বল শহরে বড় হওয়া সাথী (পরিবর্তিত নাম) প্রথম যখন বুঝতে পারেন যে তার পছন্দ আশেপাশের অধিকাংশ নারীর মত নয় - অর্থাৎ তিনি পুরুষদের চেয়ে নারীদের প্রতি বেশি যৌন আকর্ষণ বোধ করেন - তখন তিনি তা নিয়ে বিস্মিত বা আতঙ্কিত হননি। নারী হয়ে একজন নারীকে ভালো লাগা, নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়ানো বা নারীকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাওয়ার বাসনা সাথীর দৃষ্টিতে সবসময় খুব স্বাভাবিক একটি বিষয়ই ছিল। বিবিসি বাংলার সাথে কথা বলার সময় তিনি বলছিলেন, "নিজের ওরিয়েন্টেশন নিয়ে আমি কখনো কোনোরকম প্রশ্ন করিনি বা দ্বিধা-দ্বন্দ্বে ভুগিনি, কারণ আমার সবসময় মনে হয়েছে যে - মানুষই তো, তাহলে যে কোনো মানুষকে…