22
Jul
‘সমকামী’রা নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের আলাদা পরিচয় গড়ে তোলার লক্ষে প্রতি নিয়ত লড়াই করে চলেছেন। সমকামী পুরুষ হয়ে ফ্যাশন শোয়ের মঞ্চে লেহঙ্গা পরে হাঁটাও এক রকম লড়াইয়ের গল্প। তবে একটু ভিন্ন স্বাদের। মঙ্গলবার নয়া দিল্লিতে শুরু হওয়া ‘ফ্যাশন ডিজ়াইন কাউন্সিল অফ ইন্ডিয়া’ আয়োজিত একটি ফ্যাশন শোয়ের আকর্ষণের কেন্দ্রে ছিলেন সেই সমকামী মডেল রাবান্নে ভিক্টর। তাঁর পরনে ছিল পোশাকশিল্পী ফাল্গুনী এবং শেন পিককের হাতে তৈরি সোনালি সিকুইনের লেহঙ্গা। বিশেষ এই ফ্যাশন শোয়ের জন্য এই জুটি তাঁদের নকশা করা ‘রেনেসঁ রেভারি’ পোশাক সম্ভারের আয়োজন করেছিলেন। পোশাকের মধ্যে ইউরোপীয় নবজাগরণের যুগের ছোঁয়া যে থাকবে, তা নাম শুনলেই বোঝা যায়। আর…