21
Jun
তানাজ হঠাৎ করে কান্না শুরু করে দিলো.... পারিজাত রহমান অবাক হিসাম মাহমুদ অপ্রস্তুত। কি হলো, আপনি ঠিক আছেন? বলে টিস্যু বক্স এগিয়ে দিলেন পারিজাত রহম্মান টিস্যু দিয়ে চোখ মুছে তানাজ বললেন, কিচ্ছু ঠিক নাই ম্যাম, বাসায় গিয়ে হিসাম খুবই খারাপ আচরণ করছে আমার সঙ্গে, সে বাচ্চাদের সব সিদ্ধান্ত নেবে, কারণ সে বাবা, আমি নাকি বাচ্চাদের আরবি ও শেখাতে পারবো না। সাঁতার কারাতে তো দূরের বিষয়। আচ্ছা বলেন, এই যে আমি বাচ্চাদের পেটে ধরলাম, রাত জেগে জেগে বাচ্চাদের খাওয়ানো, ন্যাপি বদলানো। হিসাম তো হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে বাসায় ঢোকার দিন থেকেই আলাদা ঘরে ঘুমায়। বাচ্চাগুলোর জন্য নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে বাচ্চা…